শেষ নিঃশ্বাস

লিখেছেন লিখেছেন মোঃ মোরশেদুল আলম আরিফ ০৬ মে, ২০২১, ০১:২৩:১৯ রাত

শরীরের প্রতিটি অঙ্গ আজ ইস্তফাদানের অকুল আবেদন করেছে

নিঃশব্দে কান্না করতে করতে জানতে চাইলাম

কেন এই ইস্তফা! কি আমার অপরাধ! তোমাদের কখনো কি কোন কিছুর অভাবে রেখেছি আমি!

স্বার্থ তোমারি ছিল

তুমি যা দেখতে চেয়েছিলে-

চোখ তা দেখিয়েছে

তুমি যেখানে যাওয়ার ইচ্ছা জ্ঞাপন করেছিলে-

পা তোমাকে সেখানে নিয়ে গিয়েছে

তোমাদের যখন যা প্রয়োজন ছিল

আমি কি পূরণ করতে পারি নি!

চোখের জন্য দামী চশমা

পায়ের জন্য দামী চামড়ার জুতা

আমি কি দিতে ব্যর্থ ছিলাম!

আমরা তোমারি একটা অংশ

দামী চশমার কারণে আমি ভাল করে দেখতে পারিনি

স্রষ্টার সৃষ্টির সৌন্দর্য্য

দামী চমড়ার জুতার গন্ধের কারণে

পারিনি ঈশ্বরের তৈরি মাটির সুগন্ধ নিতে।

ক্ষমা করে দাও আমায়

চলে যেয়ো না একা রেখে

আমি যে তোমাদের ছাড়া অচল।

একটিবার সুযোগ দাও

সবাই মিলে আবার নতুন করে দেখবো পৃথিবীটাকে!

এটা মানবের তৈরি ঘড়ি না

এটা ঈশ্বরের তৈরি সময় যাত্রা

যার কাটা একবার ১২ এর ঘর পার হলে

আর ফিরে আসে না।

তুমি আগামীকালের অপেক্ষায় ছিলে

আর আগামীকাল তোমার শেষ নিঃশ্বাসের......

বিষয়: বিবিধ

৪৯৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386880
০৬ মে ২০২১ সকাল ১০:২৫
টাংসু ফকীর লিখেছেন : সুন্দর লিখেছেন মামা৤ ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File